বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড, খুলনা
সূত্র নং-১৪.৩৭.০০০০.১০১.১৮.০০৪.১৩.২১৪২ তারিখ: ১২-১৮-২০২১ খ্রি:।
অফিস আদেশ।
জাতীয় শুদ্ধাচার কর্মপরিকল্পনা ২০২১-২০২২ অনুসারে শুদ্ধাচার সংশ্লিষ্ট ও দুর্নীতি প্রতিরোধে সহায়ক কার্যক্রমের অংশ হিসেবে অত্র প্রতিষ্ঠান হতে সেবাপ্রত্যাশী/সেবাগ্রহীতাদের অভিযোগ/মতামত ইত্যাদি প্রকাশ্য শোনা ও খোঁজ-খবর নেওয়া এবং এ সংক্রান্ত কোন তথ্য পাওয়া গেলে তা প্রতিকারে কর্তৃপক্ষ নিকট প্রতিবেদন দাখিলের জন্য নিম্নবর্ণিত কর্মকর্তাদের সমন্বয়ে একটি বিশেষ টিম গঠন করা হলো।
ক্রমিক নং | কর্মকর্তার নাম ও পদবি | টিমে অবস্থান |
১। | জনাব মো: মাহবুবুর রহমান, প্রধান চিকিৎসা কর্মকর্তা | টিম প্রধান |
২। | জনাব বেগ মুকিত হোসেন, ব্যবস্থাপক (প্রশাসন) | সদস্য |
৩। | জনাব মাহমুদুল আলম, ব্যবস্থাপক (উৎপাদন পরিকল্পনা) | সদস্য |
৪। | জনাব মুরাদ হোসাইন, ব্যবস্থাপক (কল্যাণ) | সদস্য |
৫। | জনাব আজহারুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা (বিল) | সদস্য-সচিব। |
০২। গঠিত কমিটি শুদ্ধাচার চর্চা ও বাস্তবায়ন এবং দূর্নীতি প্রতিরোধে সহায়ক হিসেবে সেবাপ্রত্যাশী/সেবাগ্রহীতাদের কাছ থেকে অভিযোগ/মতামত গ্রহণ করবে এবং তা সমাধানের উদ্দেশ্যে বিস্তারিত উল্লেখপূর্বক কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন দাখিল করবে।
০৩। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
স্বাক্ষরিত/-
(জগদীশ চন্দ্র মন্ডল)
ব্যবস্থাপনা পরিচালক।