Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ August ২০২১

পরিবীক্ষণ টিম।

বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড, খুলনা

সূত্র নং-১৪.৩৭.০০০০.১০১.১৮.০০৪.১৩.২১৪২                                                                                                                                            তারিখ: ১২-১৮-২০২১ খ্রি:।

অফিস আদেশ।

জাতীয় শুদ্ধাচার কর্মপরিকল্পনা ২০২১-২০২২ অনুসারে শুদ্ধাচার সংশ্লিষ্ট ও দুর্নীতি প্রতিরোধে সহায়ক কার্যক্রমের অংশ হিসেবে অত্র প্রতিষ্ঠান হতে সেবাপ্রত্যাশী/সেবাগ্রহীতাদের অভিযোগ/মতামত ইত্যাদি প্রকাশ্য শোনা ও খোঁজ-খবর নেওয়া এবং এ সংক্রান্ত কোন তথ্য পাওয়া গেলে তা প্রতিকারে কর্তৃপক্ষ নিকট প্রতিবেদন দাখিলের জন্য নিম্নবর্ণিত কর্মকর্তাদের সমন্বয়ে একটি বিশেষ টিম গঠন করা হলো।

ক্রমিক নং কর্মকর্তার নাম  ও পদবি টিমে অবস্থান
১।  জনাব মো: মাহবুবুর রহমান, প্রধান চিকিৎসা কর্মকর্তা  টিম প্রধান
২।  জনাব বেগ মুকিত হোসেন, ব্যবস্থাপক (প্রশাসন) সদস্য
৩।  জনাব মাহমুদুল আলম, ব্যবস্থাপক (উৎপাদন পরিকল্পনা) সদস্য
৪।  জনাব মুরাদ হোসাইন, ব্যবস্থাপক (কল্যাণ) সদস্য
৫।  জনাব আজহারুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা (বিল) সদস্য-সচিব।

০২। গঠিত কমিটি শুদ্ধাচার চর্চা ও বাস্তবায়ন এবং দূর্নীতি প্রতিরোধে সহায়ক হিসেবে সেবাপ্রত্যাশী/সেবাগ্রহীতাদের কাছ থেকে অভিযোগ/মতামত গ্রহণ করবে এবং তা সমাধানের উদ্দেশ্যে বিস্তারিত উল্লেখপূর্বক কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন দাখিল করবে।

০৩। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

স্বাক্ষরিত/-

(জগদীশ চন্দ্র মন্ডল)

ব্যবস্থাপনা পরিচালক।