Wellcome to National Portal
  • 2025-02-26-02-45-9eb7629483e9878814849fc052699bf2
  • 2024-11-19-09-39-977dc896ab246bfcb53289b177b6f6a1
  • 2024-04-16-08-56-baeaa9b325b3791d727c8f3f1e062d84
  • 2024-12-01-13-32-d9617adeb5326b7d383dafd68800c29e
  • 2024-10-20-08-45-56319e56a52c6f10afbe2f6618b2f2e0
  • 2024-01-10-04-55-51316b5f08a40b48207eea554391b4a9
  • 2024-11-19-10-12-9003b1aac1a95784049ab35939005fed
  • 2024-10-29-08-12-cd40cf65f9d4847d15145cc840098289
  • 2024-01-10-04-56-5fd1b6adf617ae5bab6c04edfddbc422
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ August ২০২৪

১৭ মার্চ ২০২৩ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরঁ ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উদ্‌যাপন সংক্রান্ত


প্রকাশন তারিখ : 2023-03-17

১৭ই মার্চ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ। বাংলাদেশের ইতিহাসে জাতীয় জীবনের উজ্জ্বল একটি দিন। 

 

আজ ১৭ মার্চ, মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী। ১৯২০ সালের এই দিন রাত ৮টায় তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। শেখ বংশের আদরের এই ‘খোকা’ই ধীরে ধীরে হয়ে ওঠেন বাঙালির ‘মুজিব ভাই’, ‘বঙ্গবন্ধু’ ও জাতির পিতা।

 

বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও জাতির পিতার জন্মদিনকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘জাতীয় শিশু দিবস’ হিসেবে উদযাপন করা হচ্ছে। 

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড এর প্রাংগনে এক বিশেষ আলোচনা সভা ও বাকেশি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে আয়োজন করা হয় চিত্রাংকন প্রতিযোগিতা।

 

উক্ত অনুষ্ঠানে আলোচনা সভায় আলোচক হিসেবে প্রতিষ্ঠানের সম্মানীত ব্যবস্থাপনা পরিচালক জনাব জগদীশ চন্দ্র মন্ডল মহোদয় ও অন্যান্য মহাব্যবস্থাপক মহোদয়বৃন্দ ও স্কুলের শ্রদ্ধেয় প্রধান শিক্ষকসহ সিবিএ এর সভাপতি বক্তৃতা প্রদান করেন। আলোচনা শেষে চিত্রাংকন ও কবিতা আবৃতি প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।