সরকারের সাফল্য এর ১৫ বছর
(২০০৯-২০২৩)
বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড, খুলনা।
১) সংক্ষিপ্ত পরিচিতি:
বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড, খুলনা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ নিয়ন্ত্রিত একটি শিল্প প্রতিষ্ঠান। ১৯৬৭ সালের তৎকালীন পাকিস্তান সরকার এবং পশ্চিম জার্মানীর মেসার্স সিমেন্স এ.জি-এর যৌথ উদ্যোগে এই প্রতিষ্ঠানটি খুলনায় স্থাপিত হয়। ১৯৭২ সাল থেকে এ প্রতিষ্ঠানটি বাণিজ্যিকভাবে আন্তর্জাতিক মানসম্পন্ন টেলিযোগাযোগ কপার ক্যাবল উৎপাদন করে দেশের ১০০% চাহিদা পূরণ করে আসছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যাপক প্রসারে অপটিক্যাল ফাইবার ক্যাবল-এর ক্রমবর্ধমান চাহিদা বৃদ্ধির কথা বিবেচনা করে অত্র প্রতিষ্ঠানে ২০১০-২০১১ সালে ১০ কোটি টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক প্রযুক্তির অপটিক্যাল ফাইবার ক্যাবল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করা হয়। পরবর্তীতে মেশিন সংযোজনের মাধ্যমে প্ল্যান্টের উৎপাদন ক্ষমতা ৯,০০০ কিলোমিটারে উন্নীত করা হয়েছে।
ভূ-গর্ভস্থ অপটিক্যাল ফাইবার ক্যাবল সংযোগ স্থাপনে ব্যবহৃত HDPE Silicon DUCT-এর ব্যাপক চাহিদার কথা বিবেচনা করে ২০১৬-২০১৭ অর্থ-বছরে ২.২৫ কোটি টাকা ব্যয়ে HDPE Silicon DUCT তৈরীর প্রথম প্ল্যান্ট স্থাপন করা হয়েছে এবং পরবর্তীকালে আরো মেশিন সংযোজন করে প্ল্যান্টের উৎপাদন ক্ষমতা বর্তমানে ৪,৫০০ কিলোমিটারে উন্নীত করা হয়েছে।
উৎপাদন বহুমূখীকরণের লক্ষ্যে প্রায় ২৪.১৬ কোটি টাকা ব্যয়ে ২০১৯ সালে বৈদ্যুতিক ওভারহেড কন্ডাক্টর ও ক্যাবল তৈরীর প্ল্যান্ট স্থাপন করা হয়েছে যার বর্তমানে বাণিজ্যিক উৎপাদন চলছে। দেশের ভেতরে ডিপিডিসি, ডেসকো, নেসকো ও পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহ অনেক বেসরকারী প্রতিষ্ঠানে পাওয়ার ক্যাবল ও ওভারহেড কন্ডাক্টর সরবরাহ করা হয়েছে।
বিটিসিএল-এর GPON এবং FTTH এর জন্য Drop Fiber Cable, Simplex, Duplex Cable, Patch Cable উৎপাদনের জন্য অত্যাধুনিক প্রযুক্তির মেশিন স্থাপন করা হয়েছে যা বর্তমানে চালু আছে। এছাড়া সুপার এনামেল কপার ওয়্যার ও LAN/Ethernet Cable উৎপাদনের জন্য মেশিন স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বাকেশি ভিশন ও মিশন:
ভিশন- ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আধুনিক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উন্নয়নে সহায়ক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা।
মিশন - অপটিক্যাল ফাইবার ক্যাবল প্ল্যান্টের উৎপাদন সক্ষমতা বৃদ্ধিকরণসহ ক্যাবল লেইং-এর কাজে অপরিহার্য ডাক্ট পাইপ তৈরী করে ক্রেতাকে যথাসময়ে সরবরাহ করা এবং আমদানি নির্ভরতা কমিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখা।
দেশে ক্রমবর্ধমান চাহিদার ভিত্তিতে বাকেশিতে বৈদ্যুতিক ওভারহেড কন্ডাক্টর এবং ক্যাবল উৎপাদন সহ কর্মসংস্থান সৃষ্টি ও ব্যবসায়িক পরিসর সম্প্রসারণ করে বেকারত্ব দূরীকরণ ও প্রাতিষ্ঠানিক কর্মকান্ড সুদৃঢ় করণের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়তে সহায়ক ভূমিকা পালন করা ।
২) বর্তমান সরকারের ১৪ বছরে বাকেশি’র উন্নয়ন চিত্র:
৩) কর্মসংস্থান সৃষ্টি:
|
৪) সরকারী কোষাগারে রাজস্ব জমা:
|
৫) বাকেশি’র উৎপাদন ও আর্থিক চিত্র:
ক) সাম্প্রতিক বছরগুলোতে বাকেশির উৎপাদন লক্ষ্যমাত্রা ও প্রকৃত অর্জন:
ক্রমিক নং |
বিবরণ |
একক |
২০২০-২১ |
২০২১-২২ |
২০২২-২৩ |
|
০১ |
টেলিকম্যুনিকেশনস্ কপার ক্যাবল |
লক্ষ্যমাত্রা |
কঃকিঃমিঃ |
২৫,১১১ |
২৫,০০০ |
৩০,২৫০ |
উৎপাদন |
কঃকিঃমিঃ |
২৮,৯০৮ |
২৭,৯৪৮ |
৩৪,৬৫৬ |
||
০২ |
অপটিক্যাল ফাইবার ক্যাবল |
লক্ষ্যমাত্রা |
কিঃমিঃ |
৫,৫০০ |
৬,০০০ |
৮,০০০ |
উৎপাদন |
কিঃমিঃ |
৬৪১৭ |
৯,২২০ |
২০,২৭১ |
||
০৩ |
এইচডিপিই সিলিকন ডাক্ট |
লক্ষ্যমাত্রা |
কিঃ মিঃ |
২,৫০০ |
২,০০০ |
২,২০০ |
উৎপাদন |
কিঃ মিঃ |
৩৫৩০ |
১,১৮৬ |
৫,৪২০ |
খ) সাম্প্রতিক বছরগুলোর আয়-ব্যয়ের হিসাব (কোটি টাকায়):
ক্রমিক নং |
অর্থ বৎসর |
মোট আয় |
মোট ব্যয় |
নীট লাভ (কর বাদে) |
১ |
২০১৬-২০১৭ |
১৩১.৮৩ |
১০০.৮২ |
৩১.০১ |
২ |
২০১৭-২০১৮ |
৮৬.৬৭ |
৭০.০৮ |
১৭.২৪ |
৩ |
২০১৮-২০১৯ |
৬৩.০১ |
৫০.৯২ |
১২.০৯ |
৪ |
২০১৯-২০২০ |
৮০.১৩ |
৬০.৫৫ |
১৯.৫৮ |
৫ |
২০২০-২০২১ |
৯৭.৬৫ |
৭৭.৪৬ |
২০.১৯ |
৬ |
২০২২-২০২৩ |
১৯৬.২৭ |
১৬১.৩২ |
৩৪.৯৫ |
৬) চলমান কার্যক্রম:
৭) ভবিষ্যত কর্মপরিকল্পনা:
৮) বাকেশি’তে বিগত ১৪ বছরে উন্নয়নের ফলাফল: